পার্টি কিংবা রেস্টুরেন্ট, যে টেবিল ম্যানার্স না জানলেই নয়



মনের ভুলেই হয়তোবা খাবার টেবিলে আপনি করে বসতে পারেন এমন কিছু, যাতে বরবাদ হয়ে যাবে অন্যদের খাওয়া-দাওয়া এমনকি আপনি বিরক্তিকর হয়ে উঠবেন সবার কাছে। তাই সচেতন হতে যেনে নিন অতি জরুরী কিছু টেবিল ম্যানার্স।


পার্টি কিংবা রেস্টুরেন্ট, যে টেবিল ম্যানার্স না জানলেই নয়


মুখ বন্ধ করে খান। খাওয়ার সময় আপনার মুখের খাবার দেখা গেলে তা মোটেই স্বস্তিদায়ক নয়। এটা যেমন অন্যদের বিরক্তিতে ফেলে তেমনি খাওয়ার রুচিতেও ঘাটতি আনে।


শব্দ করে খাওয়া বন্ধ করুন। এটা কোন গর্বের বিষয় নয় যে আপনি খাওয়ার সময় সবাইকে জানিয়ে দিচ্ছেন, আপনি খাচ্ছেন। বিষয়টি আমাদের দেশে একেবারেই গুরুত্ব না পেলেও পশ্চিমা দেশগুলোতে, যাদের সব কিছুই আমরা অনুকরণে ব্যস্ত, তাদের কাছে রীতিমতো অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে।


চামচ বা হাত যেভাবেই খান, অল্প করে খাবার মুখে দিন।


খাবার সময় কাশি বা হাঁচি দেয়া ও নাক টানা থেকে বিরত থাকুন। খাবার টেবিলে শব্দ করে ঢেকুর তোলাও চরম বাজে অভ্যাসগুলোর একটি।


অনেকের সাথে খেতে বসলে একসাথে খাওয়া শুরু করুন। আগে আগে নিজের প্লেটে খাবার নেয়া অন্যদের কাছে আপনির ব্যক্তিত্ত্বের ঘাটতি তুলে ধরবে।


রেস্টুরেন্টে খেতে যাবার আগে অবশ্যই জেনে নিন চামচ, কাঁটা চামচ ও ন্যাপকিন ব্যবহারের নিয়মকানুন গুলো।


খাবার সময় কখনোই চামচ বা কাঁটা চামচ শুণ্যে তুলে কথা বলা বা কোন দিকে নির্দেশ করবেন না।


দাওয়াত খেতে গেলে ফিরে আসার সময় অবশ্যই আপ্যায়নকারীর রান্নার প্রশংসা করতে ভুলবেন না।




ইশরাত জাহান স্টেলা


0/Post a Comment/Comments

Previous Post Next Post