ডেট খরচ বাঁচানোর ৩৩ টিপস



ডেটে যাওয়া মানেই দামী রেস্টুরেন্টে বসে মানিব্যাগের বারোটা বাজানো নয়। অল্প খরচে প্রিয়জনের সাথে আনন্দময় সময় কাটানোর রয়েছে অনেক উপায়। জেনে নিন ডেট খরচ বাঁচানোর ৩৩ টিপস।


ডেট খরচ বাঁচানোর ৩৩ টিপস



একে অপরের জন্য খাবার রান্না করে নিয়ে যেতে পারেন।

দেখতে পারেন কোনো মুভি

মনোরম কোনো পার্কে হাটতে যেতে পারেন

দেখা হয়নি এমন কোনো যাদুঘর পরিদর্শনে যেতে পারেন

থিয়েটারে কোনো নাটক দেখতে পারেন

যে শহরে থাকেন, সেখানে অখবা আশপাশের দর্শণীয় স্থানগুলোতে ঘুরতে যেতে পারেন

একসাথে কোনো ডকুমেন্টারি দেখুন আর সেটি নিয়ে দুজনে আলোচনা করুন

ভালো কোনো বই বেছে নিয়ে দুজনে একসাথে পড়ে ফেলুন

কোনো স্বচ্ছাসেবী সংগঠনের হয়ে জনসেবামূলক কাজ একসাথে করতে পারেন

বই বা মোবাইল অ্যাপের সাহায্য নিয়ে একসাথে পাখি অথবা প্রকৃতি পর্যবেক্ষণ করতে পারেন

আপনার কাঙ্খিত ভ্রমণের জায়গা নিয়ে কোনো বই কিনতে পারেন আর তা পড়তে পারেন একসাথে

লাইব্রেরিতে যেতে পারেন। পছন্দের বই খোঁজা আর পড়া দুটোই করতে পারেন একসাথে

একসাথে অংশ নিতে পারেন কোনো ফ্রি মেডিটেশন ক্লাসে



কোনো মেলা প্রদর্শণীতে গিয়ে একসাথে সময় কাটাতে পারেন

চলে যেতে পারেন চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনে

একসাথে বসে জিগ-স পাজল সমাধান করতে পারেন

একসাথে ছবি আঁকার চেষ্টা করতে পারেন

একে অন্যের জন্য মগ বা অন্যকিছুর ডিজাইন করতে পারেন

আপনার সেরা স্মৃতিগুলো নিয়ে স্ক্র্যাপবুক বানাতে পারেন

ফটোগ্রাফির আগ্রহ থাকলে তুলতে পারেন প্রিয়জনের ছবি

একসাথে ভিডিও গেম খেলতে পারেন

ইউটিউব থেকে একসাথে কোনো নতুন কিছু শিখতে পারেন

বাসার ছাদ অথবা সুউচ্চ কোনো বিল্ডিঙ এর ছাদে উঠে উপভোগ করতে পারেন প্রকৃতি

টিভি বা খেলার মাঠ, একসাথে বসে দেখতে পারেন কোনো খেলা

দেখতে যেতে পারেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান

বাস বা ট্রেনে উঠে কাছাকাছি কোথাও নেমে পড়ুন আর ঘুরে দেখুন আশপাশ

একসাথে কোনো নতুন ভাষা শিখতে পারেন

যেতে পারেন বাজারে, ঘুরে ঘুরে কিনতে পারেন পছন্দের ফল বা সব্জি

দূরবীন দিয়ে আকাশ, গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারেন

কোথাও ঘুরতে যাওয়া নিয়ে পরিকল্পনা করতে পারেন

ঘণ্টাচুক্তিতে রিকশা ভাড়া করে ঘুরতে পারেন শহরের ভেতর

ফ্রি লেকচারে যোগ দিতে পারেন

অংশ নিতে পারেন কোনো নাচের ক্লাসে





আটপৌরে ডেস্ক

0/Post a Comment/Comments

Previous Post Next Post