মাইক্রোওয়েভের ময়লা পরিস্কার মাত্র পাঁচ মিনিটে



টানা কয়েকদিনের ব্যবহার, তেল বা সস্ ছড়িয়ে ‌একাকার অবস্থা আপনার মাইক্রোওয়েভের। ভাবছেন কিভাবে দূর করবেন ভারি হয়ে বসে যাওয়া সব তেল-চর্বি? চিন্তা নেই, আপনার সমস্যার সমাধান আছে মাত্র পাঁচ মিনিটই। জেনে নিন-


পাঁচ মিনিটে মাইক্রোওয়েভের ময়লা পরিস্কারের টিপস


এজন্য যা যা লাগবে তার সবই আছে আপনার হাতের কাছেই।


প্রথমে মাইক্রোওয়েভে ব্যবহারযোগ্য একটি পাত্রে এক থেকে দুই কাপ পানি ভর্তি করুন।

এর সাথে এক-দুই টেবিল চামচ সাধারণ ভিনেগার মিশিয়ে নিন।

মাইক্রোওয়েভে ভিনেগারের গন্ধ পেতে না চাইলে এর সাথে এক ফোঁটা লেমন অয়েল যোগ করতে পারেন।

এবার পাত্রটিকে মাইক্রোওয়েভের ভেতর রেখে পাঁচ মিনিটের জন্য মাইক্রোওয়েভ চালু রাখুন।

(আপনার মাইক্রোওয়েভ অনেক বেশি নোংরা হয়ে থাকলে অতিরিক্ত আরো দুই মিনিটের জন্য পাত্রটি ভেতরে রাখতে পারেন।)

এবার মাইক্রোওয়েভের দরজা খুলে সাবধানে পাত্রটি বের করে আনুন।

(স্বাভাবিকভাবে পাত্রটি বেশ গরম থাকবে)

এবার মাইক্রোওয়েভ থেকে ট্রে বের করে নিয়ে সিংকে ধুয়ে ফেলুন।

এরপর এক টুকরো কাপড় বা স্পঞ্জ দিয়ে মাইক্রোওয়েভের ভেতরটা মুছে ফেলুন। এরপরই ঘটবে আসল ম্যাজিক। দেখবেন মুহুর্তেই ভেতরের সমস্ত নোংরা দূর হয়ে কেমন নতুনের মতো ঝকঝক করছে আপনার মাইক্রোওয়েভটি।




নুসরাত শাহপার তুবা

0/Post a Comment/Comments

Previous Post Next Post