প্রতিদিনের টিপস, ভুলে গেলেই বিপদ



খুব ভোরে মুখ ভাঙ্গার পর শুরু হয় নতুন একটি দিন। নতুন দিনের প্রয়োজনে আমরা ছুটে চলি সকাল থেকে রাতোব্দি। কাজের ব্যস্ততা কখনো আমাদের ফুরসত দেয় আবার কখনো ঘাম ঝরিয়ে করে নাজেহাল। আর জীবনের তাগিদে, কাজের তাড়ায় আমরাও ভুলে যাই অনেক কিছু; প্রতিদিনের চলার পথে অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়, যা কর্তব্য কিংবা সতর্কতার মধ্যে পড়ে এবং যা আমাদের নিরাপত্তাই শুধু নিশ্চিত করে না, যা শিষ্টাচারের আওতার মধ্যেও পড়ে। 


জেনে নিন এমন ১২টি টিপস যা আমরা সবাই জানি ,তবুও প্রায়ই ভুলে যাই


১. ব্যাক্তিগত গাড়িতে বা পাবলিক যানবাহনে চলাচলের সময় অবশ্যই হাত ও মাথা বা শরীরের অন্য অংশ গাড়ির বা যানবাহনের ভিতরে রাখা উচিত। অন্যথায় অন্য যানবাহনের আঘাতে জীবন পর্যন্ত নাশ হতে পারে।

২. সময়ের স্বল্পতায় কিংবা অভ্যাসের বসে চলন্ত যানবাহনে উঠতে চেষ্টা করা বুদ্ধিমানের পরিচয় বহন করে না। 'সময়ের চেয়ে জীবন মূল্যবান’ কথাটি সবসময় মনে রাখা দরকার।

৩. চলন্ত যানবাহনে উঠা যেমন বিপদজনক তেমনি নামাও সমান বিপদজনক!

৪. গণপিরবহনে উঠার সময় অবশ্যই ডান পা এবং নামার সময় বাম পা আগে ব্যবহার করুন। অন্যথায় যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে।

৫. কলা বা পিচ্ছিল জাতীয় কোনো খাদ্যাবশিষ্ট চলার পথে ফেলা থেকে বিরত থাকা নিজের ও অন্যের জন্য নিরাপদ।

৬. রাস্তায় পায়ে হেঁটে চলার সময় ডানপাশ দিয়ে চলাচল করা ভালো। তাতে সামনের দিক থেকে আসা পথচারি বা যানবাহন দেখা যায় এবং সতর্কও থাকা যায়।



৭. চে.য়ার বা টুলে বসার আগে নিশ্চিত হয়ে নিন, যে চেয়ার বা টুলটির পা ভালো আছে, অন্যথায় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।

৮. ধারালো কিছু নিয়ে আর যাই হোক অযথা নাড়াচাড়া বা দুষ্টুমি করার পরিণতি ভাল নাও হতে পারে।

৯. বড় বাস্তায় বা মহাসড়কে রিক্সায় না চড়াটাই বুদ্ধিমানের কাজ।

১০. যানবাহনে থেকে বাইরে না দেখে থুঁতু বা কফ ফেলা ঠিক কাজ না; তাতে যে কেউ কর ওপর বিনা মেঘে বজ্রপাত হতে পারে। আর গণপরিবহনে চলন্ত অবস্থায় থুঁতু ফেলা বুদ্ধিমানের কাজ হবে না।

১১. যেখাসে সেখানে বিশেষ করে রাস্তাঘাটে মোবাইল ফোনটি অকারণে ব্যবহার না করাই উত্তম। মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার অনেক বিপদের প্রধান করাণ। সাধরণত, রাস্তা পারাপার বা চলার পথে এক মোবাইল ফোনই প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

১২. অপরিচিত বা সদ্য পরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকুন। তাতে সব হারাবার পথ আপনাতেই তৈরি হয়ে যায়।





জোবায়ের মিলন

0/Post a Comment/Comments

Previous Post Next Post