ফল আর সবজি হোক পুরোপুরি পরিস্কার, জীবানুমুক্ত



বাজার থেকে আনার পর আপনার ফল আর সবজি ভালোভাবে ধুয়ে নেয়া ভীষণ জরুরি। তবে, অনেক সময়ই সেটা ঠিকমতো হয়ে উঠে না। যে কারণে পুরোপুরি জীবানুমুক্ত হয় না ফল বা সবজি যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু খুব সহজে্ই আপনি তৈরি করে নিতে পারেন আপনার ফল আর সবজি ওয়াশ যা একদিকে যেমন শতভাগ কার্যকরী, অন্যদিকে তা খুব সস্তাও। জেনে নিন-


ফল আর সবজি হোক পুরোপুরি পরিস্কার, জীবানুমুক্ত

যেভাবে তৈরি করবেন ফল আর সবজির ওয়াশ


১. একটি ছোট স্প্রে বোতল

২. এক কাপ পানি

৩. এক টেবিল চামচ লেবুর রস

৪. এক টেবিল চামচ বেকিং সোডা



স্প্রে বোতলে পানি, লেবুর রস আর বেকিং সোডা ভরে ধীরে ধীরে ঝাঁকান।


ব্যস্ তৈরি হয়ে গেলো আপনার ফল আর সবজির ওয়াশ। ব্যবহারের আগে হালকা ঝাঁকিয়ে নিন। আর স্প্রে করে দূর করুন আপনার ফল আর সবজির সব জীবানু।




নুসরাত শাহপার তুবা

0/Post a Comment/Comments

Previous Post Next Post