যে কাজগুলো করে কখনোই অনুতপ্ত হবেন না !!



জীবন একবারের জন্যই। ঠিক? তাহলে কেন এটা হতে পারতো, এটা হলে ভালো হতো, এটা কেন ঘটলো এমন প্রশ্নের উত্তর খুঁজে অযথা সময় নষ্ট করা কেন?এর বদলে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো খুঁজে বের করুন। যা ভালবাসেন তা করুন, ঝুঁকি নিন আর ভুল থেকেই শিক্ষা নিন। জেনে নিন-



যে কাজগুলো করে কখনোই অনুতপ্ত হবেন না



১. প্রিয় বইগুলো আবারো পড়তে পারেন

২. যদি সত্যি ভালোবাসেন, তবে বলুন ‘আমি তোমাকে ভালোবাসি’

৩. প্রিয় মুহূর্তের ছবি তুলে রাখুন

৪. দীর্ঘ সময় নিয়ে গোসল করুন

৫. সূর্যোদয় দেখুন

৬. স্বাস্থ্যকর খাবার খান

৭. অসাধ্য মনে হলেও যা করছেন বা করতে হবে তার পেছনে লেগে থাকুন

৮. ক্ষমাপ্রার্থনা করুন

৯. আপনার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করুন

১০. ব্যায়াম করাকে অগ্রাধিকার দিন

১১. যে কাজ উপভোগ করেন তা অন্যকে শেখানোর চেষ্টা করুন

১২. পছন্দের মানুষদের সাথে সময় কাটান

১৩. প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করান

১৪. যে সম্পর্ক ঝামেলাপূর্ণ তা ত্যাগ করুন

১৫. যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমান

১৬. সিগারেট, মদ বা যে কোনো বদভ্যাস ত্যাগ করুন

১৭. সবার প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হোন

১৮. ঘুম থেকে উঠে বড় একগ্লাস পানি পান করুন

১৯. নতুন কোনো অ্যাডভেঞ্চারে অংশ নিন

২০. ধন্যবাদ বলুন

২১. ঘুমানোর একঘণ্টা আগে বিছানায় যান

২২. নিজের অস্তিত্ব উপলব্ধি করুন

২৩. প্রিয়জনকে জড়িয়ে ধরুন

২৪. বাবা-মা’র উপদেশ মেনে চলুন

২৫. ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করুন



২৬. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বিপদগ্রস্তের সাহায্যে ব্যয় করুন

২৭. নতুন কোনো ভাষা শিখুন

২৮. জীবনের ছোটো ছোটো বিষয়গুলো থেকে আনন্দ নেয়ার চেষ্টা করুন

২৯. অন্যকে ভালোবাসুন

৩০. ভয়কে জয় করার চেষ্টা করুন

৩১. ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিন

৩২. রান্না করা শিখুন

৩৩. কাজ থেকে একদিনের জন্য ছুটি নিন

৩৪. যেসব কিছু মনে রাখতে চান তা লিখে রাখুন

৩৫. যে কাজ আপনার অপছন্দের, তা ছেড়ে দিন

৩৬. নতুন কোথাও বেড়াতে যান

৩৭. প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠান

৩৮. সবকিছুতে বেশি খুঁতখুঁতে হওয়া থেকে বিরত থাকুন

৩৯. একটি খারাপ অভ্যাস ত্যাগ করুন

৪০. সূর্যাস্ত দেখুন

৪১. খাওয়ার পর প্লেট ধুয়ে রাখুন

৪২. কারো প্রয়োজনে এগিয়ে যান

৪৩. পশু-পাখি পুষতে পারেন

৪৪. বাগান করতে পারেন

৪৫. নিজের বিশ্বাসে অনড় থাকুন

৪৬. অন্যের মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করুন

৪৭. গান শুনুন অথবা গলা খুলে গান গাইতে পারেন

৪৮. অপরকে ক্ষমা করতে শিখুন

৪৯. রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন

৫০. প্রাণখুলে হাসুন 

৫১. নিজেকে সবার আগে ভালোবাসতে শিখুন





আটপৌরে ডেস্ক

0/Post a Comment/Comments

Previous Post Next Post