মশার হাত থেকে বাঁচার ৭ কাযর্করী টিপস



প্রতিদিন মশার কামড়ে নাকাল হন অনেকেই। আবার মশার কামড় থেকে ম‍্যালেরিয়া বা ডেঙ্গু জ্বরের সংক্রমণের আশঙ্কাতো তো আছেই। তাই জেনে নিন-


মশার হাত থেকে বাঁচার ৭ কাযর্করী টিপস



১. শরীরে ও রক্তে ক্ষার থাকলে মশা বেশি কামড়ায় না। যে কারণে ক্ষারযুক্ত সবজি ও খাবার খান।


২. মশা কামড় দেয়া জায়গায় খোসা ছাড়িয়ে এক কোয়া রসুন ঘষে ঘষে লাগান। কিছুক্ষণের মধ্যে চুলকানি বন্ধ হয়ে যাবে।


৩. মশা যে গন্ধ অপছন্দ করে, আপনি সে গন্ধজাত খাবার বেশি করে খেতে পারেন। এজন্য ভিটামিন 'বি-এক' খেতে পরেন। দু’-তিন দিন 'বি-এক' খাওয়ার পরই দেখবেন মশাই আপনাকে দেখে পালাচ্ছে।


৪. ভিটামিন 'বি-এক' পানিতে মিশিয়ে সে পানি দিয়ে গোসল করলে মশা আপনাকে আর কামড়াবে না।

৫. ঘরে কমলার খোসা জ্বালালা মশাতো পালাবেই পাশাপাশি দূর হবে ঘরের দুর্গন্ধও।


৬. মশা কালো বা গাঢ় রং বেশি পছন্দ করে। এজন্য হালকা রঙের কাপড় পরলে মশার হাত থেকে কিছুটা রক্ষা পাবেন। 

৭. এক গবেষণায় দেখা গেছে, মোজা পরার পর পায়ের চামড়ার আর্দ্রতা কমে যায় বলে মশা কম কামড়ায়।




আটপৌরে ডেস্ক

0/Post a Comment/Comments

Previous Post Next Post