যে দ্বীপে গাধারাও পড়ে পাজামা !



ফ্রান্সের পশ্চিম উপকূল থেকে কিছু দূরে ইলা ডে রে নামের দ্বীপটি সারা বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত একটি নাম এর প্রাকৃতিক সৈন্দর্যের জন্য। কিন্তু এখানকার পথে ঘাটে একটি দৃশ্য আপনাকে অবাক করবেই। আর তা হলো এখানকার গাধারাও সকাল বেলা পাজামা বা প্যান্ট পড়ে বাইরে বেরোয়।




যে দ্বীপে গাধারাও পড়ে পাজামা !


তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে এখানকার গাধারা সভ্য হয়ে গেছে। এটা একটি পুরোনো প্রথা এবং এখানকার স্থানীয়রা এই পুরোনো প্রথাটি এখনো ধরে রেখেছেন। আগে দ্বীপের লবনাক্ত জলাভূমিতে কাজ করতে হতো গাধাদের। সে সময় মশা এবং অন্যান্য পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এক ধরনের বিশেষ পাজামা পড়িয়ে দেয়া হতো গাধাদের।

সাধারণত পর্দা বা বিছানার চাদর কেটেই তৈরি হতো এসব পাজামা। এই দ্বীপের গাধাদের এখন আর জলাভূমিতে কাজ করতে হয় না। কিন্তু পুরোনো প্রথা অনুযায়ী এ দ্বীপের বাসিন্দারা এখনো প্রতিদিন সকালে পোষা গাধাকে পাজামা পড়িয়ে বাইরে নিয়ে যান।



0/Post a Comment/Comments

Previous Post Next Post