আফ্রিকা মহাদেশ | বিস্ময়কর যে তথ্যগুলো হয়তো জানেন না আপনি !!



আফ্রিকা, পৃথিবীর একমাত্র মহাদেশ যার ওপর বিষুব রেখা এবং শূণ্য ডিগ্রি দ্রাঘিমাংশ রেখা দুটো পরষ্পরকে ছেদ করেছে। হোমো স্যাপিয়েন্স নামে পরিচিত আধুনিক মানবজাতির উৎপত্তি থেকে শুরু করে প্রাচীনতম মানবনির্মিত সপ্তাশ্চর্য পিরামিডের অবস্থান এই মহাদেশেই। এমন বিভিন্ন কারণে আফ্রিকা মহাদেশের নাম সুপরিচিত। আয়তনের হিসেবে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যার হিসেবেও বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ। কিন্তু জানেন কি, আফ্রিকা মহাদেশের অধিবাসী প্রায় দেড়শো কোটি মানুষের মধ্যে অর্ধেকের বয়সই আঠারোর নিচে। তাছাড়া আফ্রিকাই পৃথিবীর একমাত্র মহাদেশ যা চওড়ার তুলনায় বেশি লম্বা।



আফ্রিকা মহাদেশ | বিস্ময়কর যে তথ্যগুলো হয়তো জানেন না আপনি !!

আফ্রিকা মহাদেশ সম্পর্কে এমন কিছু চমকপ্রদ বৈশিষ্ট্যের কথা জানবেন আদ্যোপান্ত'র এই পর্বে-




0/Post a Comment/Comments

Previous Post Next Post