সবচেয়ে বড় গুহা হাং সন ডুং | পৃথিবীর ভেতর আরেক পৃথিবী !!



এখন পর্যন্ত আবিষ্কৃত গুহাগুলোর মধ্যে উচ্চতা, দৈর্ঘ্য এবং আয়তনের হিসেবে বিশ্বের বৃহত্তম গুহা হাং সন ডুং। প্রতিবেশী লাওসের সাথে ভিয়েতনামের সীমান্ত এলাকায় অবস্থিত কুয়াং বিন প্রদেশে বিদ্যমান এই গুহার ভেতর প্রথম মানুষর পদচিহ্ন পড়ে ২০০৯ সালে। স্থানীয় ভাষায় এই গুহাটির নাম হাং সন ডুং। যা বাংলা করলে দাঁড়ায় পাহাড়ী নদীর গুহা। জানেন কি না, হাং সন ডুং গুহার ভেতরর আবহাওয়া ব্যবস্থাও বাইরে থেকে একেবারে আলাদা। এমনকি গুহার ভেতর বিপুল সংখ্যক উদ্ভিদ এবং নতুন প্রজাতির প্রাণীর সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা। এ যেন পৃথিবীর ভেতর আরেক পৃথিবী।



সবচেয়ে বড় গুহা হাং সন ডুং | পৃথিবীর ভেতর আরেক পৃথিবী 

বিশ্বের বৃহত্তম গুহার খেতাবধারী হাং সন ডুং সম্পর্কে বিস্তারিত জানবেন আদ্যোপান্তর এই পর্বে-





0/Post a Comment/Comments

Previous Post Next Post