মেকআপ বেশিক্ষণ সতেজ রাখার পাঁচ টিপস



আজকাল নানা অনুষ্ঠানের প্রয়োজনে বা আটপৌরে জীবনেও মেকআপ ব্যবহার করেন নারীরা। আর চাকরিজীবী নারীদের তো প্রায়ই অফিস শেষে যোগ দিতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। যে কারণে মেকআপ ঠিকঠাক বা বেশিক্ষণ সতেজ রাখা নিয়ে নারীদের চিন্তার যেন অন্ত নেই। তাই জেনে নিন মেকআপ বেশিক্ষণ সতেজ রাখার পাঁচ টিপস।


মেকআপ বেশিক্ষণ সতেজ রাখার পাঁচ টিপস


যাদের তৈলাক্ত ত্বক, তারা প্রথমে অ্যাসট্রিনজেন্ট লোশন দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ফাউন্ডেশন বা পাউডার লাগান। এত করে মেকআপ সহজে ঘেমে যাবে না।


এক টুকরো পরিষ্কার কাপড়ে বরফের টুকরো জড়িয়ে নিয়ে সারা মুখ ঘষে ঘষে মুছে ফেলুন। এতে করে রোমকূপের মুখ বন্ধ হয়ে ঘাম হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে।


সামান্য ভেঁজা স্পঞ্জে পাউডার লাগিয়ে তা ঘাড়, গলায় ও মুখে লাগান। এতে করে পাউডার ত্বকে সহজে বসে যাবে এবং অধিকক্ষণ সতেজ থাকবে। এধরনের ব্যবহারে পাউডার ত্বকে বেশিক্ষণ ধরে থাকে ও মেকআপ মসৃণ হয়।


মেকআপ করার পর কোনো ধরনের পরিবর্তন বা রিটাচ দেয়ার জন্য সাথে কমপ্যাক্ট পাউডার সাথে রাখতে পারেন। এতে দ্রুত মেকআপ রিটাচ দিতে পারবেন।


মেকআপ পরিবর্তন বা বেশি হয়ে গেলে তা মোছার জন্য অবশ্যই টিস্যু ব্যবহার করুন।


কাজল বেশিক্ষণ রাখার জন্য আই পেনসিল ব্যবহার বন্ধ করুন। পরিবর্তে লিকুইড আই লাইনার ব্যবহার করুন।


লিপস্টিক বেশিক্ষণ ধরে রাখতে লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কিছুটা ফাউন্ডেশন লাগাত পারেন।


চুল খোলা রাখলে লিপগ্লস না লাগানোই ভালো। চুল উড়ে এসে লিপগ্লসে আটকে যেতে পারে।





নুসরাত শাহপার তুবা


0/Post a Comment/Comments

Previous Post Next Post