মানুষের নিওলিথিক বা নব্য প্রস্তর যুগ পেরিয়ে ব্রোঞ্জ বা তাম্র যুগে পদার্পনের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েকটি সভ্যতা বিকশিত হওয়া শুরু করেছিল। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় সিন্ধু ও গঙ্গা নদীর অববাহিকায় মহেঞ্জোদারো এবং হরপ্পান সভ্যতা, ইয়াংজি নদীর তীরে চৈনিক সভ্যতা, মধ্যপ্রাচ্যের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝে সুমেরিয় সভ্যতা এবং আফ্রিকার নীল নদের দুই কূলে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে এই সভ্যতাগুলোর সীমান্ত এলাকাতেও এসময় কিছু প্রান্তিক জনপদের গোড়াপত্তন করা হয়েছিল। কালের পরিক্রমায় এমন কয়েকটি জনপদ মানব ইতিহাসে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন একটি সুপ্রাচীন জনপদের নাম জেরুজালেম। একইসাথে ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক এই প্রাচীন জনপদ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।
তিন ধর্মের পবিত্র ভূমি জেরুজালেম
আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন মধ্যপ্রাচ্যের এই সুপ্রাচীন জনপদটি সম্পর্কে-
Post a Comment