পিপারমিন্ট বা মেনথল তেলের ১৮ জাদু!



পিপারমিন্ট বা সুগন্ধী পদার্থ যা মেনথল নামে পরিচিত তা দিয়ে যে তেল হয় তার কথা হয়ত অনেকেরই অজানা। আর এই তেল আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসেবে কাজ করে। জেনে নিন-



পিপারমিন্ট বা মেনথল তেলের ১৮ জাদু!



১. পিপারমিন্ট বা মেনথল তেলে আছে এন্টি ব্যাকটেরিয়াল এবং এ্যান্টিফাংগাল উপাদান। ঘর পরিস্কার ও জীবানুমুক্ত রাখতে সামান্য তেল, পানি এবং ভিনেগার এক সাথে মিশিয়ে ঘরের যে কোনো জিনিস পরিস্কার করুন।

২. পিপারমিন্টের সুগন্ধি আপনার ক্ষুধা নিবারণে সাহায্য করবে। আপনি কম খাবারে অভ্যস্ত হয়ে উঠবেন।

৩. বাথরুম বা রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোটা পিপারমিন্ট তেলই যথেস্ট। তুলায় সামান্য তেল লাগিয়ে কোনো এক কোনায় রেখে দিন।

৪. দাঁত ব্যথা সারাতে সামান্য পানির মধ্যে কয়েক ফোটা পেপারমিন্ট তেল মিশিয়ে দাঁতে লাগান, ব্যথা কমে যাবে।

৫. চুলকানি রোধে পিপারমিন্ট তেলের জুড়ি নেই। ছারপোকা বা অন্য যে কোনো পোকার কামড় থেকে সৃষ্ট চুলকানি সারাতে পারে পিপারমিন্ট তেল।

৬. অল্প পরিমাণ তুলায় সামান্য তেল নিয়ে নাকের কাছে ধরুন। এই সুগন্ধি সারাদিন আপনাকে চাঙ্গা রাখবে।

৭. যে কোনো কোমল পানীয়ের স্বাদ বাড়াতে তাতে কয়েকফোটা পিপারমিন্ট তেল দিতে পারেন, স্বাদ বেড়ে যাবে।

৮. মুখের দুর্গন্ধ দূর করতে পানিতে কয়েক ফোটা পিপারমিন্ট তেল মিশিয়ে মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন।

৯. হজম প্রক্রিয়ায় ব্যঘাত ঘটলে সামান্য তেল নিয়ে পেটে মালিশ করুন। জাদুর মত কাজ করবে এটি।



১০. বুকে ঠান্ডা বসে গেলে সামান্য তেল নিয়ে মালিশ করুন, কাজ হবে।

১১. যাত্রাপথের বমি ভাব দূর করতে সামান্য পিপারমিন্ট তেল হাতের তালুতে লাগিয়ে রাখুন। এর সুগন্ধিটাই কাজ করবে। আর বাসায় ফিরে এক কাপ মিন্ট চা পান করুন, সুস্থ বোধ করবেন।

১২. পায়ের যে কোনো ধরনের চুলকানি দূর করতে গোসলের সময় সামান্য পিপারমিন্ট তেল পানিতে মিশিয়ে পা ধুয়ে ফেলুন।

১৩. মাথা ব্যথা হলে পিপারমিন্ট তেল কপালের দুই পাশে লাগান। ব্যাথা সেরে যাবে।

১৪. এলার্জি সমস্যা থেকে বাঁচতে লেবুর সাথে এই তেলটি মিশিয়ে ঘ্রাণ নিন ।

১৫. পাকস্থলিসহ যে কোনো পেট ব্যথা সারাতে এই তেল জাদুর মতো কাজ কর। ব্যথার স্থানে তেল মালিশ করুন। ব্যথা চলে যাবে।

১৬. গাছকে পোকামাকড় মুক্ত রাখতে পিপারমিন্ট তেল পানিতে মিশিয়ে স্প্রে করুন।

১৭. ছারপোকা, তেলাপোকা বা ইঁদুরের উৎপাত থেকে ঘরকে রক্ষা করতে পানিতে এই তেল মিশিয়ে ছারপোকা বা তেলাপোকার বাসায় স্প্রে করুন।

১৮. মাথার ত্বক সুস্থ এবং চুল খুশকিমুক্ত রাখতে শ্যাম্পুর সাথে পিপারমিন্ট মিশিয়ে ব্যবহার করুন।





তাহমিনা তাসির


0/Post a Comment/Comments

Previous Post Next Post