শাড়ির যত্নে ১২ টিপস



উৎসবে, অনুষ্ঠানে পড়ার জন্য এখনও শাড়িই প্রথমে রাখবেন বাঙালি নারীরা। উৎসবে পড়ার দামী, জমকালো শাড়ির যত্ন নিয়ে থাকছে ১২টি টিপস।


শাড়ির যত্নে ১২ টিপস



১. শাড়ি সবসময় ভালো লন্ড্রি থেকে ড্রাই ক্লিন করুন।

২. শাড়ির রঙ উজ্জ্বল রাখতে মাঝে মাঝে শাড়ি আলো বাতাস যুক্ত স্থানে মেলে রাখুন।

৩. শাড়ি সরাসরি রোদে মেলে দিবেন না। এতে শাড়ির রঙ ম্যাড়ম্যাড়ে হয়ে যায়।

৪. প্রতিবার ব্যবহারের পর শাড়ি খোলা বাতাসে রেখে দিন। যদি ঘাম লেগে যায় তবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত মেলে রাখুন।

৫.  দামী শাড়ি পাতলা সুতি কাপড়ে মুড়ে রাখলে ভালো থাকবে।

৬. শাড়িকে পোকার হাত থেকে বাঁচাতে কাবার্ডের শেলফে নিমপাতা বা নেপথলিন রাখুন।

৭. সিল্কের শাড়ি অনেকদিন একই ভাঁজে রাখলে ছিঁড়ে যেতে পারে। তাই মাঝে মাঝে ভাঁজ বদলে রাখুন।

৮. সিল্কে দাগ লেগে গেলে সামান্য ট্যালকম পাউডার লাগিয়ে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিলে দাগ উঠে যায়।

৯. ইস্ত্রি করার সময় কাপড়ের ধরন দেখে ইস্ত্রির তাপ ঠিক করা উচিত। অন্যথায় কাপড় ক্ষতিগ্রস্ত হতে পারে।

১০. ভারি কাজ করা শিফন বা জর্জেট শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ির শেপ নষ্ট হতে পারে। তাই এ ধরনের শাড়ি ভাঁজ করে রাখাই ভালো।

১১. শাড়ির আঁচলে জরির কাজ থাকলে নেট লাগিয়ে নিন।

১২. শাড়িতে জরির কাজ থকলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে জরিতে হলদেভাব চলে আসে।




নুসরাত শাহপার তুবা


0/Post a Comment/Comments

Previous Post Next Post