কাপড়ের দাগ তোলার 'ঘরোয়া স্টেইন রিমুভার'



কাপড়ের দাগ তোলার ভালো কিছু একটা আপনার লাগবেই যদি আপনার ঘরে থাকে দুরন্ত শিশু নয়তো প্রতিদিন একগাদা রান্নার দায়িত্ব। আর সে দাগ তুলতে আপনি ব্যবহার করছেন বাজার থেকে কেনা কোনো স্টেইন রিমুভার। কিন্তু আপনি কি জানেন, চাইলে আপনিই বানিয়ে নিতে পারেন শতভাগ কার্যকরি স্টেইন রিমুভার। এটা যে শুধু আপনার টাকাই বাঁচাবে তা নয়, অনেকক্ষেত্রে এটা বাজার থেকে কেনা স্টেইন রিমুভারের থেকেও বেশি কার্যকর। জেনে নিন কিভাবে বানাবেন-


কাপড়ের দাগ তোলার 'ঘরোয়া স্টেইন রিমুভার'



এজন্য আপনার যা যা লাগবে-

১. দুই/তিন কাপ বাসন ধোয়ার ডিটারজেন্ট

২. দুই/তিন কাপ অ্যামোনিয়া

৩. দুই কাপ হালকা গরম পানি

৪. ছয় টেবিল চামচ বেকিং সোডা

৫. একটি স্প্রে করার বোতল



যেভাবে ব্যবহারর করবেন


বিশেষ কিছু না, শুধু সবগুলো উপকরণ একসাথে বোতলের মধ্যে ভরে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

কাপড়ের দাগ বসে যাওয়া অংশে মিশ্রনটি স্প্রে করুন। (প্রতিবার স্প্রে করার আগে ঝাঁকিয়ে নিতে হবে)

৫-১০ মিনিট রেখে দিন।

কাপড়ের দাগটি বেয়ারা রকমের হলে হাত দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন।




নুসরাত শাহপার তুবা

0/Post a Comment/Comments

Previous Post Next Post