সুন্দর ভয়ংকর সুন্দরবন | সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন



এখন থেকে এক লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পুর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গহীন জঙ্গল। আনুমানিক সত্তুর থেকে আশি হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদিমানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে। তার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায়। যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ অ্যামেরিকার অ্যামাজন জঙ্গলের মাথায় উঠেছে। যাই হোক সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণেই উপকূলীয় এলাকায় জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনে পরিনত হয়। ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রে জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পুর্ব এশিয়ার উপকূলীয় এলাকাজুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনো টিকে আছে। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ম্যানগ্রোভ বন দুটি সেই ভগ্নাংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু বিলুপ্তপ্রায় সেই সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে।

সুন্দর ভয়ংকর সুন্দরবন | সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন

সুন্দরবন সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য জানবেন আদ্যোপান্ত'র এই পর্বে-



0/Post a Comment/Comments

Previous Post Next Post