মাউন্ট এভারেস্ট | বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অবাক করা সত্য !!



পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে ওপরে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। প্রায় নয় কিলোমিটার উঁচু এই পর্বতশৃঙ্গটি চীন অধিকৃত তিব্বত এবং নেপালের মধ্যে আনুষ্ঠানিক সীমানা চিহ্নিত করছে। মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি মূলত হিমালয় পর্বতমালার অংশ। সাধারণত পর্বতকে স্থিরতা এবং অবিচলতার প্রতীক হিসেবে দেখা হলেও পৃথিবীর বৃহত্তম এই পর্বতমালাটি কিন্তু স্থির নয়। প্রতিবছরই এই পর্বতমালা দক্ষিন পূর্ব দিকে একটু একটু করে সরে যাচ্ছে। আর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতাও প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় ভাষায় স্বর্গমাতা হিসেবে পরিচিত এই মাউন্ট এভারেস্ট এর বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।


মাউন্ট এভারেস্ট | বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের অবাক করা সত্য

আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন মাউন্ট এভারেস্ট সম্পর্কে অবাক করা সত্য-



0/Post a Comment/Comments

Previous Post Next Post