প্রতিদিন একটা করে জঞ্জাল সাফ করুন



পুরোনো টিকিট, বিল বা চিঠি, নষ্ট সিডি অথবা শুকিয়ে যাওয়া ফুল ইত্যাদি ছোটো ছোটো জঞ্জাল পরিষ্কার করা ভীষণ কঠিন হয়ে যায় যদি দিনের পর দিন জঞ্জালগুণো জমতে দেয়া হয়। একসাথে সব জঞ্জাল পরিষ্কারের পেছনে ঘণ্টার পর ঘণ্টা সময় না দিয়ে, একটু কৌশলী হোন। চেষ্টা করুন প্রতিদিন একটা করে একই ধরনের জঞ্জাল ফেলে দিতে। অর্থাত পুনঃপ্রকৃয়াজাত করা, কাউকে দিয়ে দেওয়া বা একেবারে ফেলে দেয়া যেটাই হোক, নিচের তালিকা থেকে বেছে নিন প্রতিদিন একটা করে কোন জঞ্জালটা পরিস্কার করবেন।


প্রতিদিন একটা করে জঞ্জাল সাফ করুন



একটি হারানো কানের দুলের অপরটা

ছেড়া র্যাপিং পেপার

পুরোনো গ্রিটিং কার্ড যেগুলো আর না রাখলেও চলে

পুরোনো বিল বা রিসিপ্ট

ব্যবহৃত টিকিট

ফুটো হয়ে যাওয়া মোজা

পুরোনো টি-শার্ট

শুকিয়ে যাওয়া ফুল

পুরোনো ম্যাগাজিন

নষ্ট হয়ে যাওয়া সিডি

ঢিলে হয়ে যাওয়া রাবার ব্যান্ড

চুলের আনুষঙ্গিক যা আর ব্যবহার করেন না

পুরোনো এবং নষ্ট হয়ে যাওয়া জুতো

নষ্ট হয়ে যাওয়া ছবির প্রিন্ট

রান্নাঘরের অপ্রয়োজনীয় দ্রব্য



যে কাপড়টা এখন আর আপনার গায়ে হয় না

যে উপহারগুলো আপনার পছন্দ নয়

পুরোনো তোয়ালে

পুরোনো মেকআপ সামগ্রী

পুরোনো বা মেয়াদোত্তীর্ণ টয়েলেট্রিজ

পুরোনো বা অব্যবহৃত হ্যাঙ্গার

অতিরিক্ত বোতাম

মেয়াদোত্তীর্ণ সস বা খাদ্যসামগ্রী

খেলনা যেগুলো আর ব্যবহার হয় না

মেয়াদোত্তীর্ণ ওষুধ

শুকিয়ে যাওয়া নেইলপলিশ

মেয়াদোত্তীর্ণ কুপন

পুরোনো পত্রিকার কাটিং

সিডি বা ডিভিডি যেগুলো আর দেখা হয় না

স্ন্যাকস যা কখনো খাওয়া হবে না

ময়লা হয়ে যাওয়া কাপড় যা আর পরিস্কার করা হবে না

ছিড়ে যাওয়া পোশাক

ঢিলে হয়ে যাওয়া অন্তর্বাস

নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক সামগ্রী

কালি শেষ হয়ে যাওয়া কলম

আংটা ভেঙ্গে যাওয়া ব্রেসলেট বা নেকলেস

ইলেক্ট্রিক তার যা আর ব্যবহার করেন না

দাগ বসে যাওয়া বিছানার চাদর

খালি বা আংশিক খালি পরিস্কারক দ্রব্যের বোতল

পুরোনো বালিশ

পুরোনো মানিব্যাগ যা আর ব্যবহার করেন না



জুতোর বাক্স

নষ্ট হয়ে যাওয়া গহনা

পুরোনো আমন্ত্রণপত্র

যন্ত্র ব্যবহারের ম্যানুয়াল

অব্যবহৃত ফুলদানী

পুরোনো রং বা রংপেন্সিল

খালি কন্টেইনার ও জার

বাজারের ব্যাগ, থলে বা ঠোঙ্গা

অব্যবহৃত স্টিকার বা স্টিকি নোটস

ব্যবহার অযোগ্য চিঠির খাম

ভাঙ্গা বা নষ্ট হওয়া মোবাইল কেসিং

নষ্ট হেডফোন বা মোবাইল চার্জার

পুরোনো বা ব্যবহৃত ব্যাটারি

পুরোনো মশলা

অতিরিক্ত এবং অব্যবহৃত কফির মগ

পুরোনো ক্যালেন্ডার

মেয়াদোত্তীর্ণ খাবার

পুরোনো বা নষ্ট ফোন

পুরোনো ব্যাংক স্টেটমেন্ট

পুরোনো পাঠ্যবই

বই যা পড়া হয়ে গেছে এবং সংগ্রহে রাখতে চান না




আটপৌরে ডেস্ক

0/Post a Comment/Comments

Previous Post Next Post