বিশ্বের সবচেয়ে
চরমভাবাপন্ন এবং প্রতিকূল আবহাওয়ার জন্য বিখ্যাত এই সাগর যা দক্ষিণের সাগর বা
অ্যান্টার্কটিক সাগর নামে পরিচিত।
বিশ্বের সবচেয়ে ভয়ংকর সাগর, দক্ষিণের সাগর অ্যান্টার্কটিক !!
এই সাগরের একপাশে রয়েছে
চীর বরফের রাজ্য অ্যান্টার্কটিকা এবং এর তিন পাশে রয়েছে ৩টি মহাসাগর। আটলান্টিক, প্রশান্ত
আর ভারত মহাসাগর যেখানে এক হয়েছে সেই ঝঞ্জাবিক্ষুব্ধ উত্তাল এলাকাই অ্যান্টার্কটিক
সাগর। আর এখানেই দেখতে পাওয়া যায় সমুদ্রের সবচেয়ে উঁচু উঁচু ঢেউ আর প্রচণ্ড বাতাস।
যে কারণে এই সাগরে জাহাজ চলাচল করা একটি ভীষণ ঝুঁকির ব্যাপার।
এরপর রয়েছে সাগরের ভয়ংকর
কিছু প্রাণী। এখানে মানুষের জন্য বিপদজনক বেশ কিছু সামুদ্রিক প্রানী দেখতে পাওয়া
যায়। আর সবচেয়ে ভীতিকর যে বিষয়টি তা হলো, এখানকার মারাত্মক ঠান্ডা। সবসময় হীমাংকের
নিচে ঠান্ডা থাকে এ সাগরে। যে কারণে ঢেউ বা ভয়ংকর প্রাণীর হাত থেকে আপনি বেঁচে
গেলেও প্রচন্ড ঠান্ডার হাত থেকে কিন্তু আপনার নিস্তার নেই।
Post a Comment